Sanjay Karmakar
Top contributor
  ·   ·

মায়া মোহ রতি কাম অবিরত অবিরাম
এ জীবন প্রবাহেতে লাগে অতি মনোরম।।
সুখ দুখ ঘূর্ণনে অতি বাস অভিলাষ
অবসাদে নিভু নিভু কভূ নিষ্ঠুর নির্মম।।

শত তারা আকাশেতে জ্বলে নিভে আলো দেয়
জীবতারা দেহকাশে শত দুখ জ্বালা দেয়।।
আপনার জনে জনে বিরূপতা বৈরিতা
অবিরত ডলা তারি হৃদয়ত ব্যথা তায়।।

জানি প্রাণ আনজান ঠিকানাতে যাবে চলে
নাহি রবে কায়া তার ভবপারে যাবে গ'লে।।
আষারে ভাসায় তবু রোদনের পালা ভারি
সুখ হরা পাখি তার ব্যথা ভরা অঞ্চলে।।

তরী বহে মাঝি তার ঘন কালো মনোকাশে
দুর্বার ওঠে ঝড়- নির্ঝরে নীর পশে
নীড় হারা নীহারিকা ছুটে চলা গতি তার
বিলাপেতে নাহি প্রাণ বল্গা সে ধরে কষে।