Sanjay Karmakar
psoeSndtrow2higla4malc0lus812h82t1utc38l66Jl3mlo65
na44u43c0·

চোখ তো হয় আত্মা তাহার দর্শনে দর্পণ
হৃদয় দ্বারের রশ্মি ধারায় তাহার সমর্পণ।।
আলোর বানে উজল সাগর চক্ষু তাতে হয় লীন
পরশ তাহার মধুর অতি আঁধার তমা রাত্র দিন।।
হৃদয় তাহার ব্যক্ত রূপী লোচন তাহার প্রস্ফুটন
এই পৃথিবী তার মাধুরী আঁখিই করে আলিঙ্গন।
নেত্র বিহীন সে নয় হীন দিব্য দেবায় দেয় দিশা
হৃদ সাগরে মুক্তা মানিক ঘোচায় সে তার অমানিশা।।
লোচন দ্বয়ে আলোক লয়ে ভ্রষ্ট মোরা রাহার পর
তমস যাহা তার ওই প্রীতি বহিরাঙ্গেই আড়ম্বর।।
হিংসা দ্বেষে আলোক মিশে পরাক্রমেই রই দীন
রণ আর ধনেই জোয়ার তাহার নেত্র লয়ে নেত্রহীন।।