নারী তোমার অঙ্গ কোমল নাজুক তোমার ত্বক
কিন্তু হৃদয় লোহায় গড়া চুনের মতন ধক!!
তোমার রূপে মুগ্ধ হৃদয় রক্ত নেশায় মাতে
নারী তোমার ছল চাতুরি বিদ্ধ আমি তাতে!!
নারী তুমি মমতা তোমার অপত্যের ওই তরে
জায়া রূপে অন্ধ কূপে কেনই তুমি ঘরে!!
তোমায় পেলে সকল ভুলে থাকতে আমি পারি
আর ছলনায় হৃদয় পোড়ায় সইতে ওগো নারি।।
এক সীতা তার রূপের আকর ট্রয় নগরী পোড়ে
পাঞ্চালির ওই এক হাসিতে কৌরবেরা মরে।।
নারী তুমি নইলে ধরা সৃষ্টি বিহীন সবই
তোমার বিনে নাইতো ধরায় এক টুকরা কবি!!
নারী তোমার অঙ্গ কোমল নাজুক তোমার ত্বক
কিন্তু হৃদয় লোহায় গড়া চুনের মতন ধক!!
নারী তুমি মমতা তোমার অপত্যের ওই তরে
জায়া রূপে অন্ধ কূপে কেনেই তুমি ঘরে!!