Sanjay Karmakar
Top contributor
· ·
আমুল দুধের পায়েস ভালো
বেশ লাগে ভাই শ.ম,
অনেক হলো এবার ওদের
দাবড়ে বলো থামো।।
আগুন আগুন খেলছে যারা
চরুইভাতির দেশ,
এমন ধারা আর কি পারে
দেশটা হবে শেষ।।
জাতির জনক শত্রু সে তো
দুসরা দেশের ভাই
আপন মানুষ খুন করে ক্যান
বারতা কিসের পাই!!
তারাই কি দেশ করলো দখল
বদলা কি ভাই নিলো,
নাকের বদল নরুণ দিয়ে
এই কি দেখার ছিল!!