মুক্তির উল্লাসে আজি মন প্রাণ নাচে
আকাশেতে শত তারা ঝিকিমিকি গান রচে।
অঙ্গারে প্রাণ ছিল অবসান আজি তায়
তমা তারি অন্তিমে ভাসি আজি কবিতায়............

ধূ ধূ ধরা মরু তার চিক চিক বালুরাশি
অব্যক্ত ক্রন্দনে ব্যথা ছিল রাশি রাশি,
বল্গায় রাশ ছিল মূক তার দায় ছিল
বাতায়নে প্রাণ দানে হাসে আজি রবি শশী।



কায় মনে  ... (আরো কিছু আজই সময় হলে লিখতে চেষ্টা করবো।)