Sanjay Karmakar
nrsdoSopte9c140ul6u1ga1a5f4c2l028690i947gughh4l0gf2gg1037203 ·

ধর্ম কিছুই নাই রে ভবে ওসব সবই ভরং ভাই
হিন্দু কিবা মুসলিম কী বুদ্ধ কিবা ইশাই কই।।
সনাতনেই সমাপতন
জীবন তো এক মরণ পণ,
সে পথ পাড়ি দিতেই স্খলন-(মানুষ) ধর্মে মাতে যাচ্ছেতাই।।

জন্ম একই মরণ একই আহার বিহার নিদ্রা যাপন
গ্রীষ্ম কালীন তাপ প্রবাহ শরীর জ্বলন সকল তন।।
শীত এলে শীত বস্ত্র বিধান
ধর্ম কী আর নেয় কী সে পণ!!
মাতৃ স্নেহ কিংবা পিতায়-অপত্যরই স্নেহেই মন।।

(তবে) কেনই অরি অহং ধরি বিচার কেনো বিবিধ হেথা!!
মানুষ জনম এ ভূম তনে-মান আর হুঁশের ধর না প্রথা।।
জাত জালিয়াত বজ্জাতি
দে না হুঁশেই তার ঐ গতি,
সমতার ওই রঙ টি মেখে-গড় না প্রেমের সে গড় হেথা।।    

সনাতন যা শাশ্বত আবহমান কাল ধরে চলে আসছে যে ধর্ম শুধুই মানবতার হিন্দু বা মুসলিম বা বৌদ্ধ বা ইশাই ধর্ম নয়।।