Sanjay Karmakar
Top contributor
  ·   ·
বাবা আমি জেলেই

বাবা আমি জেলেই হবো একটু বড় হলে
গাদা গাদা ধরবো ইলিশ দু-দশ জাল ফেলে।
খামু কতেক বেচুম বাকি
কাইন্দ না কই পরাণ পাখি,
বাড়ি গাড়ি হান্দাই দিয়া রইবো ফুলে ফলে।।

হকিকত

কবি কবে খান্তি দেবা দেবায় করি আরাধন
দু-চার কিল-এ, হবার এ নয় দেখছি এ তো অমোঘ পণ।।
উচ্চ নিচের এই দরিয়ায় মুক্তো মানিক পাইতে গেলে
শুন রে কবি হালাল না হয়-চুষতে রে হয় সাধারণ!

কবি তুমি কানছো কেনো ইহাই রীতি হকিকত
বুঝলো যে জন সে জন রণ-নয় তো তাতে লতপত!!
ধন মান দুই দড়ির বাঁধন
অলগ কভু হয় না শোন,
তন্ত্র যা হোক মন্ত্র ইহাই-ছাড় রে কবি রণের পথ!!

ঝর্ণা

ঝর্ণা ভালো দুধেল সাদা নদী সে তো কালো
আবর্জনার চক্র ব্যুহে রয় কি সে আর ভালো!!
ঝর্ণা নিয়েই রও গো সুখে
মরুক না হয় নদী দুখে,
তবুও বলি ঝর্ণা সে তার মিলন কোথায় বলো!!

মরলে মরুক আমার কি যায়!!

আমরা ফড়ে নিম্ন দরে চাষির ফসল তুলি
কে মরে কে বাঁচলো প্রাণে সেসব কথা ভুলি।।
উচ্চ হাঁকাই বাজার খোলা
ওদের তো হয় ঢেঁকিই গেলা!!
মরলে মরুক আমার কি যায়!! মুটে মজুর কুলি।।