Sanjay Karmakar
Top contributor
·poeSdsront38mg7acg54i23tc7g346m3f00m1uc9lhatlh37gf148ufa42u·

"মরে গেলে!"

মরে গেলে সব ফেলে ফেলুদার দেশে ওরে
ফেল করা ফলাফলে প্রেম তার দাবি মরে।
ক্ষণ কাল শোকে তার
মন কালা জনতার,
আর যারা কাছে পিঠে-কিছু রীতি ঘটা করে!!

তারপরে!!

তারপরে দাবি নাই ফলাফলে শূন্য
মান তার রাশি ভাই সবটাই দৈন্য।
বলাকার পাথা তায়
স্মৃতি ভ্রমে মুছে যায়,
ছুটে চলে কাল তার আর তারি সৈন্য।

"সেই আশাতেই"

সেই আশাতেই প্রহর গ'নি আসবে সময় ভালো
ঝঞ্ঝা বাদল কাটবে ত্বরা কাটবে তমার কালো।
হরিত ক্ষেতে শস্য শ্যামল
আর সরোবর ফুটবে কমল,
আজ হতে ক্ষেত হাল চষিতে ও ভাই ত্বরায় চলো।

"পঙ্কে পদ্ম হয়"

পঙ্কে পদ্ম হয়-তাই চাষী তায়, চাষে তারি মগ্ন
পঙ্কিল রাহে ককোনদ তাহে-লভিবারে লগ্ন।
তুমি কবি তাই
সে তো বোঝো নাই,
কাদা মাটি তাই ঘুলিতেছি ভাই-কেন আশা ভগ্ন!!

"আসছি বটে"

আসছি বটে এবার ঘটে পুষ্প কলির সমর্পণ
ঘর থেকে দূর যাবই ঘাটে করছি আজি মরণ পণ।
এপার ওপার বাঁধতে শানে
মিলন তিথির সুরের গানে,
হোক না তুফান ঝঞ্ঝা বারি-মন করেছি যুঝতে রণ।