Sanjay Karmakar
Top contributor
· pnSsorteod2i18tlg1952l3i1146t101413g84t3hg6tm5u60l6iha76l04t ·
মন মদিরা শান্ত কভু
বাদল মেঘের ঘন-ঘটা
নিরোধ কভু বিস্ফোটে তার
অনল তার ঐ বর্ণ-ছটা।
জটায় তার ওই জটিলতায়
বোধহীন হয় কভু
মন যে কী তা বুঝতে নারি
জানেন শুধু প্রভু।
প্রেমের গাঙে ভিড়তে এ মন
আকাশ ছোঁয়া পণ
প্রেম বিহনে সে মন ক্রর-
রক্ত হোলির বান।
নাই কো দ্বিধা বল্গাবিহীন
বাঁধ ভাঙে তার কূল
মন কভু সে ঘাতক বারি
কোথাও কোমল ফুল।
জটায় তার ওই জটিলতায়
বোধহীন হয় কভু
মন যে কী তা বুঝতে নারি
জানেন শুধু প্রভু।