Sanjay Karmakar
Sporedsotn46h15hh6lcw782119snuia0ttmlitt3cfo1uJ88700hugllu6  ·

মোকলেশ ভাল ছেলে ছবি আঁকে বেশ
বড় হলে তার গুণ জেনে যাবে দেশ।।
রঙ তুলি পেন কালি সদা ব্যাগে রয়
স্কুলে গেলে ব্যাগ খুলে তুলি হাতে লয়।
রং দিয়ে আঁকে দেশ সবুজের সমারোহ
বন নদী সাগরের-ছিল তার বড় মোহ।

দিন যায় কালক্ষয়ে ক্রমে ক্রমে বড়ো
বেশ কয় চ্যালা তার আট দশ ধরো।।
গাজা টানে বম বম তারি মাঝে দুই
যেন এক বেলুনেতে গেঁথে দিল সুঁই।

ধীরে ধীরে একে একে ধরে নেশা তার
মোকলেশ বাদ নাই পেল নাকো পার।
দিনে দিনে নেশা তার বেশ ভারি হয়
আঁকা তার পেন কালি হয়ে গেল লয়।

বিয়ে সাদি হয় নাই চুরি করে চলে
মাঝে মাঝে মোকলেশ থাকে বেশ জেলে।
চলছিল বেশ গাড়ি একদিন বিগড়ালো
কোথা গেল মোকলেশ-ভেবে ভেবে দাদা বলো।।