মোহনা
- সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি
Sanjay Karmakar
psetdrSonon506wl1ltl9ufm5ga148mg0157t49o6h5a85ts9139ctJg1c  ·
(মোহনা লেখাটি গতকাল থেকে এখানেই বিভিন্ন সময়ে অল্প অল্প করে এগিয়েছে তাই কেহই সমগ্র লেখাটি একত্রে পাঠ করতে পারেন নাই। সম্পূর্ণ লেখাটি তাই আবার প্রকাশ দিলাম।)


অনেক বয়েছি অনেক সয়েছি চলিতে সাগর পানে
কত আশা স্বপ্নিল রঙ রইলো সঙ্গোপনে।।
গিরিখাত কভূ ঝঞ্ঝা তুফান অশান্ত হয়েছি অতি
সমতল কভূ জেগে উঠে চড়া খানিক পাইনি প্রীতি।।
সাগর পানে মিলতে আমার এ পথ পরিক্রমা
শহর নগর বন্দর গ্রাম কত স্মৃতি আছে জমা।।
কতনা সুখের কত শত দুখ বক্ষে রয়েছে ধরে
দীর্ঘ সে পথ পাড়ি দিতে তায় মিলতে সাগর প'রে।।
এই তো জীবন কেহ কারো নয় অভিলাষী মন
বিকারে বিকায় সাধিতে লভিতে লভিষ্ট সজ্জন।।
পানি লয় তারা আবাদের তরে আমা হতে লয় টানি
তারা সাধে বাঁধ রোধিতে আমায় রুদ্ধ করিতে পানি।।
কলো কলো ধারা হয় দিশা হারা বেদনায় রঙ ফিকে
অশ্রু বারিতে ধৌত সে তল-হয় ক্লিষ্ট লিকলিকে।।
কভূ বন্যায় ভেঙে ফেলে বাঁধ সংহারে মাতে মন
গৃহহীন করি শত নরনারী সে ক্রোধ তাহার নিষ্ক্রমণ।
সহসা বেদনা গ্রাস করে মন মায়ায় আচম্বিতে
কি হবে ক্রোধ হারায় তাহায়-দু পলের এ অবনীতে!!
পুনঃ নত হই নম্র এ খাত কুলু কুলু ধারা বহে
শত দুখ ভুলি আপনারে মেলি-মোহনার বোধদয়ে।