Sanjay Karmakar
Top Contributor
· 4 days ago ·
নির্ভিকতায় নির্দ্বিধায়ে
বনে গেলে তুমি চলে
বিমাতার বিষ-ছোবল প্রভু হে
সহজেতে নিলে গলে।
হে রঘুবীর নন্দন মহিমা তোমার
জাগতিক অভিপ্রায়,
রক্ষ হরিতে শুরু হলো রণ
আজিকে অযোদ্ধায়।
আজিকে মেদিনী দাবদাহে প্রাণ
ন্যায়ের নাহিকো স্থান,
ঘর দহে বায় অশনি তাহায়
জীবন আজিকে ম্লান।
দিকে দিকে রণ প্রহারে তাহার
রক্তিম আজি ধরা,
জননী তাহার আব্রু লুটিছে
রক্ষ রাজেতে তারা।
হে দাশরথী আজিকে আরতি
হোমানলে রই রত,
জনে জনে মাগে মহিমা তোমার
ভরাট করো হে ক্ষতো।