"বেল আর বেলী"
ফুল আর ভ্রমর পাঁপড়ি কলি চলছে দারুন দল আর দলে
অবাধ্যতায় ভিজলো জলে মা এর কথা পিছেই ফেলে।
প্রেমের খেলায় জীর্ণ শরীর অপেক্ষাতেই প্রহর গলে
বেল আর বেলী কদলি কালি হটাৎ বাতাস মন্দ খেলে।
"মদের নেশায়"
মদের!! মদের নেশায় বিত্ত বিষয়-নিত্য রাজা হই
হুল্লোরেতে দিন কাটি রাত- মনের কথা কই।
কান্তা পিশি দু চার শিশি
আর কখনো তার চেয়ে বেশি,
দেশি মদের তুফান তুলে পাপের বোঝা বই।
"ও ননদী"
কিস্সা ন্যাতার তাহার ব্যাটার ধরছে কবি চেপে
অ রে হরি দেনা চোনা ইলিশ মাছ আর পেপে।
দেশ আর দশে চেনায় কবি
কেমনতরা তাহার ছবি,
ও ননদী আর দু-মুঠো চাল ফেলে দে মেপে।
"সাকিন সুরা"
মন্দ বলে আমায় যারা-সাকিন সুরায় নাই প্রীতি
সেই সুরাতেই হৃদয় হারায় গাই গো আমি তাদের গীতি।
নাই অভিমান নাইকো অরি জগৎ আলো মন্দ ভালোয়
আলয় সকল হোক না মহৎ দিক দিকে চাই সম্প্রীতি।