"উপলব্ধি"
দিবসো রজনী যাপিত পলেতে
হর্ষ বিষাদে মাতি
ভাবি নাই প্রাণ হরণ করিতে
আসিবে যমের রথ ই।
ক্রন্দন রোল উঠিবে গৃহেতে
জনে জনে আপনায়
চার কাঁধ সাথ; দোদুল কায়েতে
শ্মশানেরই আঙ্গিনায়।
আদুল গায়েতে ঘৃত চন্দনে
চিতায় চড়িবে কায়
ফিরে যাবে সবে সাঙ্গ হলে সে
সফেদ বসনে গায়।
হোমারতি যাগ; যজ্ঞ ও তপে
যাপিত বিরহ রোল
দুদিনেতে সবে ভুলিতে এ ভবে
ক্রন্দন কলরোল।
পূবেতে উদিবে চমকেতে কর
রজনীতে ভরা চাঁদ
বাতাস বহিবে মন্দ মলয়ে
ছলেতে পাতিবে ফাঁদ।
বিষয় আশয় যত; ধনের পাহাড়
গড়েছিনু ছলে বলে
হানাহানি করি স্বজনে মাতিবে
কেড়ে নিতে তলে তলে।
আজিকে হেরিনু সার ও অসার
বিত্ত ধনের মোহ
কিছু নাই সার নাহি আপনার;
আপনার নহে কেহ।