Sanjay Karmakar
dotSsnpreoma308th9a71792m41uc5l6a8h061tit911h8htf1c49923004h  ·

আর এক দীপ নিভে গেল তল কালের গহ্বরে,
কত স্মৃতি তার সার ও অসার মনে পরে বারে বারে,
মনে পরে বারে বারে।।
এই সসাগরা বড়ই নিস্ফলা ফলায় তো প্রাণ বায়!!
কেড়ে নেয় তারে কালের বিধায়-
হরণেতে নাই দায়!!
জানি একদিন লিপ্ত কালের-সফরেতে যাব দূরে,
যেথায় ধরণী আসমান তার দিগন্তে বাজে সুরে।।
দিগন্তে বাজে সুরে।
পুঞ্জ মেঘের ওপার দুয়ার সীমা হীন প্রেম তার,
আসিতেছি বেগে মিলিতে ধারায়-
সমাপনে প্রাণ তায়।।