Sanjay Karmakar
Top Contributor · 14m ·
ঈর্ষা নয় ঐক্য চাই দ্বন্দ্ব কিবা মুন্ড নয়
এক ধরণী এই নীলিমায় সাম্যতার ওই বার্তা চায়।
অবাক ধরা এই কি লিপি সক্ষমতার শিখর পানে!!
আস্ফালনে কাঁপছে হৃদয়-হিংস্র ক্রুর দ্বেষের গানে!!
কি হবে মদ মত্ত মতি-বিষয় আসয় তাহার ধ্যানে
সব ওই পিছে রইবে ভুবন সেদিন তাহার আগমনে।
কেউ কি অমর রাজ রাজারা এই পৃথিবীর শান্তি হরা
মাফ করেনি কেহই তাদের সপ্ত সাগর সসাগরা।
দু পলের এই দিন দুনিয়া কালের স্রোতে এই মেদিনী
আজ আছি কাল নেই তো ধরায় লীন হবে এই দেহখানি।
পাপের সে ঋণ বিষের ক্ষতো হিসেব নিকেশ রইলো বাকি
দ্রোহের অনল জাহান্নমের-ইহজগৎ সব ওই ফাঁকি!!
আয় রে তোরা এ পথ ছেড়ে সৌম্য যাহা সে পথ ধরি
হিংসা দ্বেষে লিপ্ত ভুবন-মানব দূষণ আর না করি।