SANJAY KARMAKAR
trsodpoSne714170t68h5f59l2cth93300ct095mtu2f37u94a7ml6i2h6f7 ·
মাঝি রে.........ও মাঝি রে........., কোন অকূলে স্থান গো মাঝি কোন দরিয়ার পানি/ কোন সাগরের তুফান প্রবল বইছো তরী খানি।।মাঝি রে............... ও মাঝি রে......। বইছো কেনই বইছো কেনই-কোন সোহাগের টানে/ ও পার দুয়ার ভাঙলো তোমার, ও পার দুয়ার ভাঙলো তোমার ঝঞ্ঝা তুফান বানে।। মাঝি রে............ও মাঝি রে.........।। মাঝি তুই নৌকা বিহার জোটে না নিত্য আহার বইলি তরী খানি/ ব্যথায় তোর ঐ কাঁদছে সাগর, ব্যথায় তোর ঐ কাঁদছে সাগর লহর তোলে পানি।।মাঝি রে..................ও মাঝি রে..................।। আর পারাবার নাই হারাবার ,আর পারাবার নাই হারাবার গকূল গেছে ভেসে, মাঝি রে............ও মাঝি রে............।। ভব পারাবার সব হারাবার নিত্য কোমর কষে, নিত্য কোমর কষে। মাঝি তুই বৈতরণী বহ না এই তটিনী ও পার দেশের পানে/ যেথা নাই দুঃখ দহন বেদনার সপ্ত কাহন সেই স্রোতের ওই টানে......।মাঝি রে.........ও মাঝি রে।। নিও গো আমায় সাথে-কথা দাও, "কথা দাও এই প্রভাতে",ঐশী সে তার গানে।। মাঝি রে.........ও মাঝি রে.....................।
লেখাটি আসরের প্রিয় কবি শ্রদ্ধেয় আর ইসলাম মহাশয়ের প্রতি উৎসর্গীকৃত।