Sanjay Karmakar
Top contributor
·eotdnorpsS8ui54cmc5c70stn133l081c1ltholJfu4u80wfhuhg0fih4t5·
যেই না গেছি ধরতে মাছ-ই
করলো কুকুর ঘেউ,
মনটু দাদুর জ্বর গো সেদিন
বেড়োয় তার ওই বউ;
বৌ তো সে নয় বাতাস যেমন
কালবোশেখির ঝড়
তার সাথে ভাই বজ্র যেমন
তার ওই গলার স্বর।
পালাই পালাই করছি সবে
হটাৎ পটাশ দুম
স্বরের ঘাতে মনটু দাদুর
ভাঙলো জ্বরের ঘুম।
ককিয়ে উঠে মনটু দাদু
দৌড়ে এলো তেড়ে
দুবলা জ্বরে এতই কাবু
পড়েই গেলো মরে।
কি হলো রে মনটু ওরে
কান্না তারস্বরে;
তিন গাঁ পাড়া গাঁয়ের মানুষ
দাদীর পায়ে পড়ে।
হুলুস্থুলুস কান্ড সে এক
কি আর করি বল-
যাচ্ছি এখন মনটু কাঁধে
মাছ চোরের ঐ দল।
মাছের বদল মাছি পেলাম
ভনভনিয়ে ওড়ে,
মাছ পাহারায় মনটু দাদু
গেলেন আজি গোড়ে।