দু-লাইনের কবিতাঃ-
"শ্যামের বাঁশি"

আমার কানে শ্যামের বাঁশি তোমার চোখে রাধা
চোখটা তোমার হ্যাঁচকা টানে ছিড়েই নিব দাদা।

একলাইনের কবিতাঃ-
"কানার আবার"

কানার আবার কিসের রাধা কিংবা সাধা!!

"মানুষ কি আর সভ্য তেমন"

কুকুর কেবল কামড় সে দেয় পাগল হলে পরে
মানুষ কি আর সভ্য তেমন বুঝলি গাধা ওরে!!
খাল খননে খাবলা মেরে
দারুন তারা কামড় মারে,
পাগল হলে স্বস্তি তবু-আটক সে রয় ঘরে।

"স্বাধীনতা মানে"

স্বাধীনতা মানে নিজের ইচ্ছায় চলা
দেশ হোক বা ব্যক্তি বিশেষ-নাইকো ঢেঁকি গেলা।

" হুতুম পেঁচা"

ভীতির গীতি আজকে প্রীতি দূর করি দেয় আলো
অঙ্ক কি আর হুতুম পেঁচা বাসলে মনে ভালো।
আয় রে সবাই
নিতাই বুবাই,
তার পিছনে সবাই তোরা-গাধা গরুর দল-ও!!

"লজ্জার রঙ লাল"

ঝম ঝমা ঝম নামলো বাদল কাঁদলো চিনের চাল
কাঁদলো আরো দুধের শিশু-রাস্তা বেসামাল!!
রাস্তায় তো ছাদ টি কোথায়
কবিও কাঁদে সে তার লেখায়,
কিসমত কী বেরঙ ওদের-লজ্জার রঙ লাল।