Sanjay Karmakar
oopsedntSrtmt03g3t872lsu70f21091cJ71wn9um7c22778lmo1hf7i3g0·
মরণ যেদিন আসবে দুয়ার
জড়িয়ে দু-হাত বাহুর ডোরে
লইবো প্রেমের আলিঙ্গনে-
রইবে না আর ক্লান্তি বিষাদ
প্রাপ্তি কিবা কান্না হারার,
জীবন কলির ক্ষণে ক্ষণে।।
আসা যাওয়ার এই তো খেলা
চলছে লয়ে নিত্য বেলা-
গোলক ধাঁধার এই দুনিয়া
হিংস্রতার ওই পাষাণ গলে;
নাই কো সুবাস নাইকো স্থিতি
আজ মেদিনীর গৃহের কোণে।।
উদবে রবি রক্ত আভায়
রাতের শশী দিব্য বিভায়;
বিহগ তার ওই কলকাকুলি
গাইবে সুরে আমায় ভুলি-
মোহন বাঁশি বাজবে ধরায়
দিন প্রতিদিন মোর বিহনে।।
মরণ যেদিন আসবে দুয়ার
জড়িয়ে দু-হাত বাহুর ডোরে
লইবো প্রেমের আলিঙ্গনে-
রইবে না আর ক্লান্তি বিষাদ
প্রাপ্তি কিবা কান্না হারার,
জীবন কলির ক্ষণে ক্ষণে।।