Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
esStrpodon34a4snt8lhw823t0u7c18246924magahc2iJ0t2o2i0i9c5gf·

আসল দোষী ধরবে বাছা-শক্ত বড় কারনামা
ওরা তো রয় অভয় বাপু ভোজবাজির ওই কারখানা।।
পুলিশ সালিশ ওদের কেনা
দিদির আছে দেদার দেনা,
ভোটের আসর বারুদ বোমায়-ওরাই তো ভাই সজ্জনা।

ঘুঘুর বাসায় হাত দিয়ে কয়-ভ্রষ্ট পথেই বইছে তরী
ধামাও বাজে থালাও বাজে নাই রে এবার ছাড়াছাড়ি।।
লোক জনতা যুদ্ধ করে
চার পেয়াদা তাদের ধরে,
বোধের ঘরে শূন্য গোয়াল-প্রাপ্তি হেথায় শুধুই অরি।।

কংস কয় শুন রে হরি-বংশ মোদের রক্ত চোষা
আর আমাগো সুরত হালে হচ্ছে কবির ভীষণ গোঁসা।।
আমরা গড়ি আমরা ভাঙি
আর মাদকে মদ আর ভাঙ-ই,
প্রবুদ্ধির ওই শীর্ষে মোরা-কইলো কবি খাঁচায় পোষা।

“কে আর বলো বাসবে ভালো"

মৃত্যু মানে বিদায় সে ক্ষণ জীবন থেকে হারিয়ে যাওয়া
ভবলীলা সাঙ্গ হলে শেষ হয় সব চাওয়া পাওয়া।।
ভোগ আর লাভই জীবন গতি
তার সাথে রয় কাম আর রতি,
কে আর বলো বাসবে ভালো-কায়া ফেলেই হইতে হাওয়া।।