Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
optondeSrs9m942364ug35cg41i9h4gc926i1a18ct06t3ft6l
h58171u0la·

লাল চা পিয়ে লাল চা পিয়ে
ফাগুন বনে দোল-
আগুন নিয়ে খেলছে শ.ম
শেয়াল বাজায় ঢোল।।
লাল চা পিয়ে লাল চা পিয়ে
হুতুম প্যাঁচার ছা-
দেখ না দোরে বান এসেছে
আয় না দেখে যা।।
লাল চা পিয়ে লাল চা পিয়ে
চড়ছে গরু গাছে-
বাঘ আর ছাগে হচ্ছে বিয়ে
ফিঙে টিয়ে নাচে।।
লাল চা পিয়ে লাল চা পিয়ে
মানুষ মারার কল-
এ দেশ হতে আর কতদিন
বিদেয় হ'বি বল।।