"সত্য ভাষণ"
এই তো কবি লাইনে ফিরে সত্য ভাষণ কইছে হরি
স্বয়ং সেবক আমরা সবাই- আমরা সবাই স্বেচ্ছাচারী।
যা খুশি তাই করি মোরা
পাজির পাজি হতচ্ছাড়া,
ছল কপটে রাজ তো মোদের লুট করে নি বাড়ি নারী।
"যুগান্তরের ঘূর্ণিপাকে"
রঙিন ভুবন স্বপ্ন অনেক স্কন্ধে অনেক চাপ
যুগান্তরের ঘূর্ণিপাকে চৌদিকেতেই সাপ।
বিষের বীণে চমকে উঠি
রাঘব বোয়াল চুনোপুঁটি,
মোসাহেবের চুকচুকানি চলছে ভালোই বাপ!!
" জহরের কারবারী"
কিং সবে এই ভবে জহরের কারবারী
টিকি তার ধরিবার নাই অশি তরোবারী।
তবে, পাপ যবে ভরে যায়
পাপ ধরা ঘড়াটায়,
জন মনে বিষ্ফোটে পথ নাই পালাবার ই।
"কর্মফল"
কর্মফল যেমন যাহার তাহার তেমন ফল মিলে
ভাগ্য বলে বলীয়ান-ও কর্ম বিনে গোলমেলে।
ভাগ্য কিছু কর্ম ঘোর
দুয়ের মিলেই আলোক দোর,
জন্মে পাঁকেও হর এক বাঁকে-মৃদঙ্গের ওই সুর খেলে।
"কুত্তা মোরা জাতে"
মূল্য দিক কি্ংবা নাই-কুত্তা মোরা জাতে
ঘেউ করতে নাই তো মানা কিংবা কামড়াতে।
তোমরা রাঙাও ভুবন ফুলে
কাটবো মোরা কান্ড মূলে,
ফাঁদ পেতে লুট করবো দলে-মারবো জল আর ভাতে।