Sanjay Karmakar
Top Contributor
· 1d ·
ভাগ্য নহে কর্ম বড়ো
ভাগ্য নহে কর্ম বড়ো কর্মে বাড়ে মান
প্রাপ্তি কিবা অপ্রাপ্তি -তা সবই জীবন-
মন্ত্র এটাই গান-
যে জন মানে হৃদ মননে সদাই সুখী রয়
দু পলের এই জীবন শেষে
(সবার) গতি একই হয়।।
হায় রে পোড়া কপাল আমার
হায় রে পোড়া কপাল আমার ছেদ ছিল এক বড়
দুধ গেল সব মাটিই খেলো জ্বললো গোলা ঘর-ও।।
চাল চুলো সব হারিয়ে আমার বউটা নিলো চোরে
গেলাম সখার থাকতে বাড়ি-বলল সখা দূর হ।।
ভয় দেখিয়ে লাভ কি মোদের
ভয় দেখিয়ে লাভ কি মোদের বাঁকা লেজ বাঁকাই রবে
তোমরা কবি কাব্য কথায় নাক ডুবিয়ে কতই কবে!!
জাত হারামির দল গো মোরা চোখের কানা কানের কালা
ছল চাতুরি মোদের কাহন যত দিন এই জীবন ভবে।।