Sanjay Karmakar
  ·
আচার বিচার যার গো যেমন
তেমনি সে তার মতি,
যা খুশি তাই করতে চলে
কাম আর রতিই মাতি!!
তাই কি সে গো অমর র'বে-
কাল এলে ডাক মরতে হবে,
কি আর হবে রঙ্গ রসে!!
সবই তো ভাই মেকি.........।!!

পুরুষ কিবা আর রমণী
হৃদ সাগরে মোতির মেলা,
সব ফেলে আজ ভরং শুধুই
আজ দুয়ারে মাটির ঢেলা।।
মান যদি গো যায় গো চুলায়
মানবতাই পথের ধূলায়!!
রং বাহারির এই দরিয়ায়
সে সব সবই ঢেকিই গেলা...।!!

আর্তনাদে আজ ধরণী
কাঁদছে শোনো করুণ সুরে,
এক আকাশের দুঃখ বুকে
সুখ নাই গো তার দুয়ারে।।
আকাশ বাতাস লিপ্ত জহর
হলাহলেই কাটছে প্রহর,
তাই সে আজি ক্ষিপ্ত অতি
কাঁদছে কতই তার প্রহারে......!!

বন্যা ক্ষরা নিত্য সাথী
বিষ ক্ষরণে আকাশ ক্ষিতি,
মানবতা কাঁদছে পথে
রণ আর লহুই আজ গো প্রীতি।।
চলছে ধরা ধ্বংস পানে
প্রলয় ঘনায় প্রবল টানে,
বিভীষিকায় কাঁপছে মানব
কর্ম যেমন তার সে গতি।।