Sanjay Karmakar
Top Contributor
· 17h ·
জন্ম হলে মরণ হবে অমর কেহই নাই তো ভবে
কি উপাদান উৎপাদনে মৃত্যুত্তীর্ণ জীবন পাবে!!
ভাবছি আমি ভাবতে রই-কি আর আছে আমার কাছে!!
শঙ্কা জাগে তাই তো প্রাণে কলম খানা হারায় পাছে।।
গাইছি যে গান কুহুর বিতান পাখির চোখে চাইতে রই
মরণ সুখের চাই গো ধরা এর বেশি আর সাধ্য কই!!
বিষয় আসয় ভাবনা মাথায় বাঁচতে গেলে কড়ির পণ
তার মাঝে কেউ দিব্য দেবায় তার পানে মন অনুক্ষণ।
কেউ বা সুখী দুঃখ ভূষণ দুখের সাগর কেউ বা বহে
তুফান ভারি ঝঞ্ঝা বাদল দুর্দিনের ওই অনল তাহে।।
গগন ভেদি তবুও রবি কেউ রচে প্রাণ মৃত্য হীনে
সাধ্য যেথায় নাই গো সাধন-রয় গো ধরায় হৃদয় বীণে।।