Sanjay Karmakar
Top Contributor· 3d·
কঙ্কাল আর লাশ-
দিয়ে ভরা ধরা
চারিধারে পচা ঘ্রাণ
নাই মনোহরা।
হিংসা ও হানাহানি
করে কঙ্কালে
রক্তের ফোয়ারাতে
রোজ ই হোলি খেলে।
ভূত প্রেত কত দূর
হাতে ধরা সবই-
দিনে রাতে মেদিনীতে
কোলাহলে পাবি।
দিন যায় কাল যায়
যুগ যায় চলে
আজ যারা সাধারণ
আছে জাতাকলে।