Sanjay Karmakar
Top Contributor

  ·
18 hours ago
  ·
যা হয় হবে দেখতে কবে-
রইল কে আর ভবে!!
আমরা মারি কুচাল কাঁমড়-
এ মজি ওর স্তবে।

লাশ কিছু হয় ইধার উধার
লোহিত করি নগ পারাবার,
হা হুতাশন নাই কো পরাণ-
কইছি গো দা রবে!!

----------------

খুন টুন লাথালাথি
রাহাজানি বজ্জাতি
লুটপাটে দাদা গো-

চিল্লায় কইতেছি
কিছু যায় আসে নারে-
কবিতায় তোমাগো।

----------------

উন্নত শিরে চলি
বিবেকের বলিহারি-

শ্রেষ্ঠ এ জীবকূলে
পিছে ছোরা ভুকি আর
সন্মুখে ভজি হরি।