Sanjay Karmakar
Just now  ·

রূপকার স্বদেশের যেই দেশে নাই মান
কহো কবি হীনতার করি কিসে জয়োগান.........।।
স্থপতির প্রতি স্থির ছিলো যেথা হৃদ তারা
অবহেলা আবহেতে আজি প্রাণ সুখ হরা।
দৈন্যতা দীনতায় আজি বায়ু খরো বহে
প্রীতি তারি সমাপনে ক্লেদ ক্লেশ অরি দ্রোহে.........।
দেশপ্রেমে মাতোয়ারা রবি সম তেজে তারি
জেগে উঠে দেশ জাতি ধরে অসি তরবারি...।
সহস্র বলিদানে লেখা তথা বীর গাথা
মেদিনীর কোণে কোণে বহে তারি কতকথা...।
আজি তারা দীপ হারা বিদীর্ণ হিয়া তার
কহো কবি করি কিসে জয়োগান দীনতার।।