কবিতাকে ক্রয় করে শ্রমিকের রুজি রুটি
খাওয়া যায় কবি কই একদম ফাটাফাটি।
হেন মতি হলে শোনো যাহা আমি মনে মানি
কাটাকাটি রদ হবে খুন গুম রাহাজানি-
বৈভবে কবি তার কবিতার কালজানি
সমাজের পান্ডারা হবে লাজে পানি পানি।।
ভয় ডর উবে যাবে হৃদ হবে হাটখোলা
মন রবে শিশিরেতে প্রেমে মাতি বোম্বলা।।
কাঙালের বাড়ি গাড়ি কবিতার সমারোহে
কেড়ে নিবে মান তার অনলের তেজ দ্রোহে।
কবিতাই হাতিয়ার হোক আজি ধারাপাত
বাড়া ভাতে ছাই দিতে ফেলে দিতে রাজপাট।।