এক স্তবক থেকে আর এক স্তবকে যাবার পদ্ধতি। ধরুন একটি লেখা পেশ করলাম আমি এইটি ওয়াইল্ড গেস করে লিখলাম, কূহু কূহু ডাকে পাখি সে কী বোঝে কান্না,জানিনা কী লিখতে চলেছি তবে দিশা অবশ্যই পেয়ে যাব।
কুহু কূহু ডাকে পাখি বোঝে কী সে কান্না
প্রেম সে তো এসেছিল দিয়েছিল
বন্যা।
দেখুন দিশা পেয়ে গেলাম। বিরহের লেখা অনিবার্য। এবার বিস্তারে যাব। কত ভাবে সাহিত্যের ছোঁয়ায় ব্যক্ত করা যায় সে বিরহ কাহিনী। লিখে যাব।
মিলে যাব সে চরিত্রের সাথে আর কান্না ভেজা চোখে লিখে চলব সে কাহিনী।
হার্দিক শুভকামনা সহ সঞ্জয় কর্মকার।