কবিতা লেখবার হাতে কলমে তালিম।
প্রথম লাইন যা ইচ্ছে লিখুন তবে অবশ্যই তার দিশা ঠিক করে। সেটা রম্য হবে বা প্রেম বা বিরহের বা প্রকৃতির বা জীবনমুখী বা দেশভক্তির। দিশা ঠিক করে প্রথম লাইন টা যেমন ইচ্ছে লিখুন। যেমন উদাহরণ দেই, আমি ভাবছি একটা দেশাত্মবোধক লেখা লিখব, তবে শুরুটা করি যা ইচ্ছে তাই দিয়ে, যেমনঃ
উদিছে ভানু গগনেতে পূব আলোকো দিশাতে মাতি,
এবার প্রথমে অন্তমিলটা চিন্তা করে নিন। মাতি, ভাতি বা প্রতিভাতি বা রাতিও হতে পারে।
এবার দ্বিতীয় লাইনে যাইঃ
উদিছে ভানু গগনেতে পূব আলোকো দিশাতে মাতি (মনে রাখুন দেশাত্মবোধক লিখবো)
বাঙলা মোদের স্বদেশ সে ভূম বাংলাতে
প্রতিভাতি।
(দেখুন এখানে কী সুন্দর ভাবে ভাব প্রকাশের সাথে সাথে অন্তমিলটাও যথোপযুক্ত হল।
এবার দ্বিতীয় কলিতে আসি।
মন মোর স্বদেশ সে ভূম চুমিতে তাহারি কায়,
তার চেয়ে হৃদ চেয়েছি সে দূর , নাহি কেহ
আপনায়।
এমনিভাবেই কলি আসতে থাকবে হৃদয়ে যখন স্বদেশ ভাবনায় লীন হতে যাবে হৃদয়।
হার্দিক শুভকামনা সহ আপনাদের প্রিয় সঞ্জয় কর্মকার।