কবি কি আর মানুষ ভায়া ছন্নছাড়া মতি!!
কামের বালাই বোধেই জগত তার ওই প্রতি প্রীতি।
কাঁদছে কেনেই দিন দুনিয়া সেই পানে তার মন
মগজ ধোলাই যন্ত্র কলম নিত্য দিন ওই শান।
শান বাঁধানো বল্গা যে তার নিত্য দিনের সাথী
কবি কি আর মানুষ ভায়া পাগলা ভোলার নাতি!!
হাসজারু আর হাসের ছানা তফাৎ ক গজ দূর
তাও কি ভাবি হয়তো মানুষ কবির অন্তঃপুর!!