Sanjay Karmakar
16h
  ·
খুশির খোঁজে দু-চোখ বুঁজে স্মৃতির অন্বেষণ
সেসব দিনে শৈশবেতে সহজ ছিল মন!!
আজ দিনে প্রাণ
নাই বিনোদন,
হিংসা প্রবণ সকল মনন-(হেথা) সদাই চলে রণ!!