যদিও আমি ব্রেন টিউমারে অসুস্থ তবে ঔষধ খেয়ে সুস্থই আছি গতকাল আমার এক অসুস্থ বন্ধু যার হার্টের এনজিওগ্রাম হয়েছে একটি ভালব ব্লকেজ আছে তাকে দেখতে তার বাড়ি গিয়েছিলাম। তার ঘরে হটাৎ এক ছবিতে চোখ আটকে যায়। ছবিটি ছিল তার বাবা আর মায়ের। তারা আমাকে খুবই ভালোবাসতেন। দুটি আলাদা আলাদা ছবিকে একটি মালা পরানো ছিল সেই ছবিটিকে। আমি তার ছেলেকে বলে ফেললাম, "প্লিজ গিভ মি এ পিস অফ পেপার আন্ড পেন"। তার ছেলে একটি কাগজ আর পেন দিলে আমি লিখে ফেললামঃ-
দুইটি ছবি একটি ফ্রেমে
একই মালায় বাধা,
একটি ছিল কালের কানাই
একটি ছিল রাধা।
কেমন লিখেছিলাম জানালে খুশি হব।