Sanjay Karmakar
5 days ago
  ·
কেউ খায় চেটে পুটে
কেউ খায় অল্প,
আসো কবি শুনে যাও
খাওয়া খাওয়ি গল্প।।
নিরুদার বাঘারাম
ছেলে খেতো হালুয়াই,
যাই পেতো তাই খেতো
ক্ষিদা নাই বলিয়াই।।
বলিহারি বৎস
খেত সেতো মৎস,
কাঁচা ভাজা তেলেপোড়া
শুনিতে কি পাচ্ছো!!
আরো কত নিধিরাম
সরকারি ঘুঘু তারা,
দুই হাতে লুটেপুটে
ঘুষ খায় তোড়া তোড়া।।
মদনার বড় মামা
দারোগা সে বাঘা এক,
ঘোটালাটা গিলে খাওয়া
জেনো বাছা তার হক।।
আজকাল রাজাকার
খায় গোটা দেশখান,
গীতি খায় প্রীতি খায়
পশ্চিমে চোখ রেখে
পূর্বের গাহে গান!!