Sanjay Karmakar
Top contributor
·droSnosetpt37t71a6g640c7tg56gl61ah5u4ah4f9u131302agl83gfm520 ·
বাঁচলে নিজে বাপের পালা!!তাইলে আসে কবি
খুব করে তুই ডুবুর ডুবুর আঁকিস কি সব ছবি!!
ও সব দিন গেছেই পঁচা
গোলা গোবর থেকেই বাঁচা,
ক্যামন করে উঠতে শিখর-ধন মানে খুব ভাবি-
গোলা বারুদ অস্ত্র রাজি-সেই দিশাতেই পাবি!!
অগ্নি শপথ করছি মোরা
টগবগিয়ে ছুটিয়ে ঘোড়া,
অরি এবং রণে মেতেই-খুলবো সে দেশ চাবি-
(তোর) এ সব বাণী কাজ দিবে না শুন রে হুদায় কবি।
আমরা গড়ি আমরা মরি আমরা চলি দর্প ভরে
চরণ মোদের সেই দিশাতেই বিজয় কেতন উচ্চে ধরে।।
এক পৃথিবী বিষাদ ভরা
তার তরে দায় কিসের তাড়া!!
যাক না চুলায় পথের ধুলায়-চলবো মোরা পালকি প'রে।।
আমরা নীতি তার ওই প্রীতি ধার ধারিনে ধনের বলে
দু-হাত ভরে লুটতে চলি যেমন তেমন ছল আর কলে!!
আমরা কলি কেষ্ট কানাই
প্রেম আর প্রীতির বাত-ই শুনাই,
সে সব মেকি ভরং মোদের ভোট এলে দায় জাঁতার কলে!!
আর কি ক'ব কইতে গেলে বহর সে তো বাড়বে মেলা
আর দিনে তা হবে খানিক-খান্তি দিলাম এই বেলা!!