Sanjay Karmakar
dsnptoeorS50705tydm2ta1es0u326r6Yt4211thaeii441fm:1h2i8cag·

অ রে হরি কয় কী কবি চুরির ধনে ভাগ বসাবে
ছল চাতুরীর কামাই যাহা বল্টনেতে সবায় দেবে।।
ক্ষত সারাতে ক্ষতিই দেখি
ভাবনা এসব মিথ্যে মেকি,
চাইলে কবি চাইতে পারো সুদ আসলে শূন্য পাবে।।

খাইছে হরি বলছে ঝড় উঠবে নাকি তুমুল বেগে
হাল হকিকত দেইখে ওরে উঠছে কবি ভীষণ রেগে।।
ঘূর্ণি যেমন উড়ায় চালা
সেই সাগরে মোদের ভেলা,
ভাবনা এসব থো তো কবি-ঠান্ডা মাথায় এখন শো'গে।।