Sanjay Karmakar
Just now  ·

দিন হলে শেষ মরণ এলে হিংসা দ্বেষের অন্ত লয়
পাইলে ইহাই মানুষ তাহার মানবতায় শোধন হয়!!
জিন্দাকালে কালির খেলা
লাটাই ঘুড়ি উড়ায় মেলা,
পল আর পলেই করতে চলে মানবতার অবক্ষয়।।

হিংসা দ্বেষ আর অহংকারে জীবন মাতে উল্লাসেতে
বিবেক বোধন লটকে যে রয় বিত্ত বিষয় ধন পেতে।।
মদ মদিরা নারীর দেশে
পাশার চালান দেয় কষে,
আর মেদিনী পিছেই পড়ে শোষণ এবং বঞ্চনাতে।।

এক পৃথিবী আর্ত পীড়িত জাহান্নমের জহর গলে
আর এক ধরা ধনের বিলাস জান্তবতার পাষাণ তলে,
নাই কো দয়া নাই মমতা
এই তো মানুষ নাই সমতা!
মত্ত হৃদয় বিবেক রহিত-বিভেদতার বিষ গরলে।।

এই যে ধরা জাহান মোদের শস্য শ্যামল সসাগরা
শ্বাপদ নহে মানুষ মোরা এই কী বোধের বোঝাপড়া?
জীবন তো যায় অস্তাচলে
কেউ বাঁচেনি সে ফাঁক গ'লে,
তবে, জান্তবতার জহর গলায় কেনই রে মন বাঁধন ছাড়া।।

(বিগত তিন দিন ধরে আমার মা হাসপাতালে সি সি ইউ তে জীবন যুদ্ধ করে চলেছে। তাই লেখালেখিতে খুব একটা মন নেই। তিনি যেন সুস্থ হয়ে উঠতে পারেন কামনা করছি।)