Sanjay Karmakar
Top contributor
· ·
ওশ্ঠ যেথায় বল্গাবিহীন ভ্রষ্ট যেথায় বাক
শূন্য সেথায় মিলন তিথি কড়ায় রাঁধে পাক।।
পথিক সে জন ভ্রান্ত দিশা তার ওই পানে ছোটে
লিপ্ত তমার আঁধার ঘনায় বিফলতাই জোটে।।
আর দুনিয়া অরির দেশে জহর ফলায় ক্ষেত
হলাহলেই সাধলে জীবন অন্তে জিরোই নেট।
প্রাপ্তি এবং হারিয়ে যাওযা-জীবন নগের ঢাল
য্শ গরিমা হয় গো জমা বদলে গেলে চাল।]
যে জন মৃদু আচার বিচার জীবন নদীর তটে
সেই তো মুকুর সমাজ বোধন তার ঐ চিত্রপটে।
অহং বোধের নিশান উড়ায় সৌধ যে জন গড়ে
গড় তো সেথায় দীপ্তি ছড়ায় মলিন অতঃপরে।।
কালের স্রোতে ভেসেই জীবন বৈতরণীর পার
কেউ জয়ী হয় জীবন কাহন অন্তে কারুর হার।।
কি হবে কি রণেই মাতি হিংসা দ্বে্ষের দ্বারে
বিষয় আসয় কনক সুধায় যাবেই তো ভাই মরে!!
ও পার দেশে নাই রে ক্ষমা বিধাতার ওই ঘরে
কেউ তো কলায় স্বর্গারোহণ,কেহ-জাহান্নমের দ্বারে।
কর্ম যেমন বিধান তেমন বিধান তার ওই সোজা
সৎ কাজে ভাই মন মিলে দে কেনই পাপের বোঝা!!