Sanjay Karmakar
Top contributor ·
Ssdtropnoegtltc523h4gi32ha195i2962a4cc6c551uc52h7g54it05a61  ·

কে জানে কোন দূর অজানায় হারিয়ে মন
তপ্ত দহের তীব্র জ্বালায় জ্বলার ক্ষণ।
মৌনতার ঐ লগন সে তো জীবন বোধে
ইস্পাতের ওই শাণিত ফলা বক্ষে বিঁধে।

রুক্ষ ভূমের পাষাণ সে তো জীবন নদী
ধারায় সে তার লোহিত বরণ বর্ণ সে তা-
আর আকাশে গৃদ্ধ সকল পঙ্খ মিলে
হ্রেষা তার ঐ জহর মেশা তার বারতা।

কে জানে কোন দূর অজানায় হারিয়ে মন
তপ্ত দহের তীব্র জ্বালায় জ্বলার ক্ষণ।

রাত্রি ঘন আর তমসা নাই কো আলো
অমানিশার ঘোর সে তমা আঁধার কালো।
পুষ্প কলি নাই কো অলি গুঞ্জনেতে
ভগ্ন হৃদে সুহৃদ সুজন আলয় মেতে।

সোনার আলোক ছড়িয়ে ভুবন সুঘ্রাণ তারি
নাই কো হৃদে স্নিগ্ধ ছায়ে মুগ্ধতার-ই
একলা চলার জীবন নদের নাবিক হই
হার মানা হার জড়ায় গ্রীবায় বইতে রই।

মৌনতার ঐ লগন সে তো জীবন নদী
ধারায় সে তার লোহিত বরণ বর্ণ সে তা
হ্রেষা সে তার জহর মেশা তার বারতা।

কে জানে কোন দূর অজানায় হারিয়ে মন
তপ্ত দহের তীব্র জ্বালায় জ্বলার ক্ষণ।


(লেখাটির উপাদান সমূহ আমার জীবন থেকে নেওয়া। ড. শাহানারা মশিউর এর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ তার দুলাইনের লেখা মস্তক লোহার কাঠের হাতল-তেমন জনা চাই না এমন ভাব ছিল সে লেখায়। সে লেখা পাঠ করে মনটা আমার এতটাই বিমর্ষ হয়ে পরেছিল তার বহিঃ প্রকাশে সেখানেই এ লেখা লিখেছিলাম। আমি তার প্রতি এ লেখা উৎসর্গ করতে চাই)