Sanjay Karmakar
Top Contributor ·
a day ago ·
শীতের হানায় হচ্ছি কাবু-বাবু
দূর হ কাঙাল-
সাহস বেড়ে হাত বাড়ালে
এক আছাড়ে দাবড়ে মেরে
চিপড়ে শালা
বানায় দিব লেবু-
বাবু!! দূর হ শালা-কাঙাল।।
যাচ্ছি বাবু যাচ্ছি চলে
গেলাম বলে-শোনো-
নাই বা দিলে দুঃখ নেই
কাঙাল মোরা সই!!
পথ ওই মোদের নিত্য সাথী
শীত আর গরম দিবারাতি
এই নিয়তি-উচ্ছিষ্টই খাই।
নাই বা দিলে দানে-তবু
চাইছি তোমার হোক গো ভালো
হাসর ময়দানে।