বুলবুলি তুই কোথায় গ্যালিস কইতে কথা আমার মানা
তুই তো খোলা পাখনা মেলা-শিস গেলো কই বন্ধ গানা!!
আয় না হেথায় চলনা দুজন, এ পথ ও পথ-না হয় চলি
আজ রে আমি ধরবো সে পথ; অন্ধ তোর ওই চোরা গলি।
তুই কেষ্ট আমি পিষ্ট, আসর কী হয় বন্ধ মুখে!!!!
তোর মত হই পরীর পিছে-ঘুরবো না হয় মনের সুখে।
শিস বাজালি ভাবলি কী তুই এতই আমি হেঁচেল হাঁদা
ভোলার মতই সরল তরল পারবো না কুছ রাঁধা সাধা!!
পরীর শরীর চিকনা সরু ডানায় যে রয় শরাব নেশা
ঝিলমিলি তন আঁখির পাতে-ক্যামন যেন সাগর মেশা।
চলনা ডুবি সাগর দেশে-হাত পা তো চলছে বেশ
থাক না জবান বন্ধ তবে-কাম সামে নাই সেই আদেশ।