Sanjay Karmakar
  ·
আমরা খাই, শুধুই ভেতো!!হাতি ঘোড়াও খাই
পুকুর চুরি কইরে মোরা-মনের ক্ষিদা মিটাই!!
তোমরা যারা গরীব দুখি
নাইতো পাখা উড়তে পাখি!!
ক্ষিদার দেশে আমরা রাজা-শুধুই আরো চাই!!

শুধুই কি তাই কইতে নাই কোমল ত্বকের ছোঁয়া
পাইলে তনু খাবলে সাবার-কামের ঘাটের খেয়া।।
এক দুই তিন গ্রুপেই ভারী
সবাই মিলেই সাবার করি,
তারপরে লাশ শ্বাসটা রুধে-আর করিনে দয়া।।

পুলিশ টুলিশ কড়ির কেনা গোলাম সবে গাধা
আম পাবলিক করবে কি আর! সব যে কেনা দাদা!!
সাক্ষী সবুদ মেটায় তারাই
আমরা মধুর চাঁকটি ভরাই,
চলছে যেমন চলবে তেমন-কাঁদতে র'বে রাধা।।