Sanjay Karmakar
Just now ·
ভাষা একই দেশ এক ই ধর্মের কোন্দল
কেহ হত মন্দিরে কেহ মসজিদে টান!!
রক্তের হোলি চলে দু-ভাগের ব্যাবধানে
নীড় হারা হয় কেহ আগুনেতে গনগনে।।
পালাবার পথ নাই কাঁটাতার বেষ্টনী
প্রত্যহ দিবা রাতি বিভেদের ই গান শুনি।
কোন্দলে কিবা লাভ ক্ষতি শুধু মান তার!!
মিছিমিছি প্রাণ যায় লাখো লাখো জনতার।।
মানুষের ভেকধারী শ্বাপদের রাজ তলে
মানবতা হত হয়-প্রতি পলে, পলে পলে।।
ভাষা হত হই আমি আশাহত দিন যায়
নাহি কিছু করিবারে কাঁদি শুধু কবিতায়।।