Sanjay Karmakar
3 days ago
·
যা খুশি তাই লিখতে চলেন পেনের ডগার নিবে
মাথা ঝাকান ছ'বার জোরে আসবে চলে জিভে।।
কোমল সকাল কঠিন রোদে দুপুর উঠে তেতে
সারমেও দল ঠ্যাং উঠিয়ে গাড়ির চাকায় মোতে।।
বিকাল গড়ায় গড় গড়িয়ে রাতির পানে ঢলে
রাত গড়ালে নিঝুম কালোয় ভুতের নাচন চলে।।
উষায় অরুন দীপ্তি সে তার জুড়ায় তপোবন
বৃষ্টি তার ওই দোসর হলেই উদাস যে হয় মন।।
ঘোড়ার ডিমে তা দিয়ে যায় হদ্দ বোকার দল
সকাল হলেই আড্ডা চায়ের উষ্ণ চায়ের ফল।।
গিন্নি বলেন নলেন গুড়ের পায়েস ভাল হয়
জামাই বাবার পকেট ফতুর লাগছে আমার ভয়।।
এবার তো ভাই জবর লড়াই খিস্তি জায়ার মুখে
এসব দেখেই কাটাই বেলা রইতে আমি সুখে।।
আমার আবার বাতিক কালো-সাদায় করি রণ
এই তো হলো কাব্যি খানিক-হলোই কিনা কন।।