Sanjay Karmakar
· Sedonpostro5 m3282Jcws8hg3tu0u82gt294gl0cfm7n4mt1i0uf5i2t94f ·
জীবনের গতিপথে
যদি কভূ রোধ আসে-
বয়ে যেও;
কিছু চড়া জাগবেই
রোধ কিছু থাকবেই-
ঢালু তারি ঢাল বেয়ে
যেদিকেতে ধারা বহে-
ঢলে যেও।
অশান্ত মেদিনীতে
ক্ষত আর প্রদাহেতে-
ভাটা নাই।
দহন ও প্রশমনে
জনে জনে প্রতি প্রাণে
দুখ তাই।
পিছু পানে টানে যারা
সদা পিছে করে তাড়া
খেদ নাই-
গোধূলির ছায়া নীড়ে
উপণিত ধীরে ধীরে
ঢালু তারি ঢাল বেয়ে
জ্যোছনাই।