বুলবুলি তুই আয় না মনা দুই ভায়েতে পঙ্খ মেলি
মানবো না আর শাসন বাঁধন আয় না নিয়ে দুইটা পরী।
এক পরী তুই আরেক আমি বল্গা বিহীন উড়বো কাশে
আমি না হয় গবেট হাঁদা তুই ই করিস ঠেলাঠেলি।
হেথায় আমার শাসন বারণ কবির দেশে উড়তে মানা
যার লাগি তাঁত বুনছি ঘরে সেই রে আজি তুলছে ফণা।
এই তো জগৎ জন রে হেথায় তোর শিসেতেই না হয় মাতি
কাব্য কাহন থাক না দূরে পরীর দেশেই আসন পাতি।
চম্পা কলি কাজল কালি সব দিশাতেই মিলবো মন
সাদায় না হয় তুই ই মাতিস কালি-ই আমার আরাধন।
জয় মা কালি জগৎ ভুলি আয় না আমায় দে না সাড়া
তুই তো ঊমা রূপের ডালি তোর ওই গড়া সসাগরা।
জয় মা কালি আয় না খেলি দিব্যতার ওই আসন পাতি
শিব-ওই না হয় হলাম অধম তুই হলি মোর দিব্য সাথী।
এ মন আমার উতল আজি বাক বিহনে বইছে লহু
উড়তে মানা দূর আকাশে গাই তে মানা কুহু কুহু।
বুলবুলি তুই আয় না মনা দুই ভায়েতে পঙ্খ মেলি
মানবো না আর শাসন বাঁধন আয় না নিয়ে দুইটা পরী।
এক পরী তুই আরেক আমি বল্গা বিহীন উড়বো কাশে
আমি না হয় গবেট হাঁদা তুই ই করিস ঠেলাঠেলি।