Sanjay Karmakar
Top contributor
  ·   ·
ছিলেম কোথায় এলেম হেথায় দিব্য ধারার উজান বেয়ে
বৈতরণীর ও পার হতে সুখ দুখের ওই তপ্ত নায়ে।।
নাবিক হলেম বৈঠা আমার পাল তুলে দি সাগর মাঝে
আগুন ঝরা পানির স্রোতে ভাসছি প্রবল সকালে সাঁজে।।

কি যে পেলাম কি হারালাম হিসেব নিকেশ তার ঐ খোঁজ
সুখ পাখি সুর তুলছে না তো হৃদয় তথায় ব্যথার বোঁঝ।
যেই পানে চাই চাহিদাটাই তুঙ্গে আজি আকাশ ছোঁয়া
জ্বলছে অনল ভোগ আর ভাগের কুন্ডলিত করাল ধোয়া।।

ক্রন্দনেতে আকাশ ভারি-বাতাস ভারি জহর গলে
ধ্বংস তার ওই তূর্য নিনাদ শুনছি হেথায় পল আর পলে।।
মানবতার ধ্বজা-ধারী ধারক বাহক মানব আজি
নাই কো মানুষ মান আর হুঁশে-সন্ত হেথায় হোথায় কাজি।।

লিপ্ত কালি কর্দমেতে মলিন তার ওই হৃদয় হেথা
জনম আমার এ কূল মানব-মানছি আজি জনম বৃথা।।