Sanjay Karmakar
tondposrSe40flas1cgto72ti6ghmlmunt23lJma29299t6maiuh0w8a8f4·

সুক্ষ না হয় গাবদা মোটা
শাস্তি দিবেন চাচা,
এমন দিলে রা পাবে নি
জিন্দা খাবেন কাঁচা।।

কাঁছা খুলে পাছায় দিবেন
তিন শো বেতের বাড়ি,
সামনে দিবেন কিল আর ঘুশি
লম্বা আড়াআড়ি।।

মুগুর দিবেন দাঁত কা লিয়ে
লাথ্থি দিবেন পেটে,
মরলে আধা হিসেব করে
লটকে দিবেন গেটে।।